আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন

শেয়ার করুন         “মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই বাংলাদেশ। শত চেষ্টা করেছে অনেকে ১৯৭৫ এর সেই ১৫ আগষ্টের কালো রাত্রির পর শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশের ইতিহাস ও মাটি থেকে চিরতরের জন্যে মিটিয়ে দিতে। অতীতে তারা এমন ষড়যন্ত্রে যেমন সফল হয়নি, এখনো তা সম্ভব না। বাংলাদেশের ঘরে-ঘরে মুজিব, মানুষের মনে-মনে মুজিব, বাংলাদেশের মাটির কণায়-কণায় মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কেউ মেটাতে পারেনি আর ভবিষ্যতেও কখনো পারবে না। মুজিব এখন শুধু একজন মহানব্যক্তি নন, তিনি এখন একটি অনুভূতি, এবং সবার সাহস ও আদর্শ।” বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু … Continue reading আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন